ক্রিকেটবিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন ভারত-পাকিস্তান ম্যাচ। তবে এই হাইভোল্টেজ লড়াইকে ঘিরে গা গরম না করে পাকিস্তানের তরুণ ওপেনার সাইম আইয়ুব জানিয়ে দিলেন তাদের লক্ষ্য শুধুমাত্র ভারতকে হারানো নয়, বরং পুরো এশিয়া কাপ জেতা।
রবিবার (১৩ সেপ্টেম্বর) দুবাইয়ে ভারত-পাকিস্তান ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সাইম বলেন, “ভারতের বিপক্ষে ম্যাচ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের মূল লক্ষ্য হচ্ছে পুরো টুর্নামেন্ট জেতা। প্রতিটি ম্যাচেই ভয়হীন ক্রিকেট খেলতে চাই।”
ভারতের গতিময় পেসার জসপ্রিত বুমরাহকে মোকাবিলার বিষয়ে তিনি বলেন, “আমি যেকোনো বোলারের বিপক্ষে খেলতে প্রস্তুত। এটা চ্যালেঞ্জ, আর আমি তা নিতে প্রস্তুত। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে দলকে জয় এনে দেওয়া।”
সাইম আরও জানান, পাকিস্তান দল প্রতিটি ম্যাচে সম্মিলিতভাবে খেলতে চায়, “এখানে শুধু একজন বা দু’জন নয়, সবাই পারফর্ম করতে পারে এটাই আমাদের শক্তি। দলের মধ্যে পারস্পরিক আস্থা ও সমর্থন আমাদের এগিয়ে নিচ্ছে।”
উইকেটের অবস্থান অনুযায়ী দল নির্বাচন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, শুষ্ক উইকেট স্পিনারদের বাড়তি সুযোগ দিচ্ছে, ফলে পরিকল্পনাও সেই অনুযায়ী নেওয়া হচ্ছে।
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে যুক্তরাষ্ট্রে খেলা ম্যাচ প্রসঙ্গে প্রশ্ন করা হলে সাইম বলেন, “ওটা অতীত। আমরা সেই অভিজ্ঞতা থেকে শিখে এখন বর্তমান ম্যাচে মনোযোগ দিচ্ছি।”
উল্লেখ্য, এশিয়া কাপে এরইমধ্যে শক্তিমত্তার প্রমাণ রেখেছে পাকিস্তান। ওমানকে ৯৩ রানে হারিয়ে নিজেদের প্রথম ম্যাচে দারুণ সূচনা করেছে তারা। ১৬০ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রতিপক্ষকে মাত্র ৬৭ রানে অলআউট করে দেয় বাবর আজমের দল।
অন্যদিকে, ভারতও রয়েছে দুর্দান্ত ফর্মে। সংযুক্ত আরব আমিরাতকে মাত্র ৫৭ রানে গুটিয়ে দিয়ে মাত্র ২৭ বলেই জয় তুলে নিয়েছে তারা।
রবিবারের ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তেজনা চরমে, তবে সাইম আইয়ুবের ভাষায়, "আমাদের দৃষ্টি শুধু এক ম্যাচে নয়, পুরো ট্রফির দিকেই।"
বিডি প্রতিদিন/মুসা