ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি হিসাবে দেখা যেতে পারে হরভাজন সিংকে। বোর্ডের বার্ষিক সাধারণ সভায় পাঞ্জাব ক্রিকেট সংস্থার প্রতিনিধি হিসাবে যোগ দেবেন তিনি। পাশে পাবেন সৌরভ গাঙ্গুলীকেও, যিনি বাংলার প্রতিনিধি হিসাবে বৈঠকে থাকবেন। সেই সভায় বোর্ডের পাঁচ গুরুত্বপূর্ণ পদে নির্বাচন হবে।
ওই দিন বোর্ডের অ্যাপেক্স কাউন্সিল এবং আইপিএলের গভর্নিং কাউন্সিলের নির্বাচন রয়েছে। সভাপতি, সহ-সভাপতি, সচিব, যুগ্ম-সচিব এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচন হবে। অ্যাপেক্স কাউন্সিলে জেনারেল বডির একজন এবং আইপিএলের গভর্নিং কাউন্সিলে জেনারেল বডির দু’জনকে নেওয়া হবে।
হরভাজন রাজ্যসভার সাংসদ। আগেই পাঞ্জাব ক্রিকেট সংস্থার পরামর্শদাতা হিসাবে নির্বাচিত হয়েছেন। এই প্রথম রাজ্য সংস্থার প্রতিনিধিত্ব করবেন। বোর্ডের কোনও একটি পদে তিনি নির্বাচিত হলেও হতে পারেন। ফলে বোর্ডকর্তা হিসাবে তাকে দেখার সম্ভাবনা রয়েছে।
এটা দেখার যে বোর্ড সভাপতি পদে আবার কোনও প্রাক্তন ক্রিকেটারকে দেখা যায় কি না। সৌরভের পর এই দায়িত্ব সামলেছিলেন রজার বিন্নী।
‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর খবর অনুযায়ী, বোর্ডের তরফে অনেক প্রাক্তন ক্রিকেটারের সঙ্গেই যোগাযোগ করা হয়েছে। কেউ রাজি হননি। বোর্ডের আনুষ্ঠানিক নির্বাচন অনেক দিনই হয় না। সদস্যেরা নিজেদের মধ্যে কথা বলেই পদাধিকারীদের বেছে নেন। সূত্র: আনন্দবাজার
বিডি প্রতিদিন/নাজিম