বিস্ফোরণ মামলায় এজাহারভুক্ত আসামি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন কর্মকর্তাকে আটক করে পুলিশে দিয়েছেন সাবেক শিক্ষার্থীরা। জুলাই বিপ্লব চেতনা বাস্তবায়ন কমিটি সদস্যরা অফিসে ঢুকে তাদের পুলিশ সোপর্দ করে।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে প্রশামন ভবন-১ এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সেকসন অফিসার পঙ্কজ কুমার। তিনি মহানগর আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক, অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক আমিনুল ইসলাম ও আব্দুলাহ আল মাসুদ।
এ ব্যাপারে নগরীর মতিহার থানার ওসি আব্দুল মালেক বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা থাকায় তাদের আটক করা হয়েছে। পরবর্তীতে আইনানুসারে ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১ এ প্রবেশ করেন জুলাই বিপ্লব চেতনা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমানসহ ১০-১৫ জন। মোস্তাফিজ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০০৮-৯ সেশনের শিক্ষার্থী ও নগরীর কাটাখালির বাসিন্দা। তারা অফিসে ঢুকে আটককৃত কর্মকর্তাদের প্রক্টর দপ্তরে নিয়ে যান। পরে বেলা আড়াইটার প্রক্টর দপ্তর থেকে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, বহিরাগত কেউ এসে কোন কর্মকর্তাকে আটক করতে পারে না। যদি কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে পুলিশ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সহযোগিতা চাইতে পারে। প্রথমে আমি বিষয়টি অবগত ছিলাম না। থাকলে এভাবে নিতে দিতাম না। মামলা থাকায় পুলিশ সহযোগিতা চেয়ছে, আমরা সহযোগিতা করেছি।
মামলার এজহার সূত্রে জানা গেছে, অবৈধ জনতার দলবদ্ধ হয়ে হত্যার উদ্দেশ্যে সাধারণ ও গুরুতর জখম তৎসহ বিস্ফোরণ ঘটানো ও সহযোগিতার অপরাধে তাদের অভিযুক্ত করা হয়েছে।
মোস্তাফিজুর রহমান বলেন, ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে প্রশাসনকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কয়েক দফা জানানো হলেও তারা ব্যবস্থা নেয়নি। অথচ মামলার আসামি হয়েও এই ফ্যাসিস্টদের দোসররা অনায়সে অফিস করছে। তাই তাদের আটক করে পুলিশে দেওয়া হয়েছে। অন্যদেরও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাঈন জানান, বহিরাগত কেউ এসে কোন অফিসারকে আটক করে পুলিশে দেবে এটা সঠিক বলে মনে করি না। আমরা ফ্যাক্টফাইন্ডিং কমিটি করেছি। অভিযোগ নিচ্ছি। সেগুলো তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কারো বিরুদ্ধে ফৌজদারী অপরাধ থাকলে পুলিশ ব্যবস্থা নেবে।
বিডি-প্রতিদিন/বাজিত