রাজশাহীর পুঠিয়া উপজেলার আগলা গ্রামে কচুরিপানার ভিতর থেকে নিখোঁজ ছয় বছর বয়সি শিশু মো. আবরারের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মজাহারের বাড়ির পেছনের একটি জলাশয়ে কচুরিপানার নিচে তার লাশ পাওয়া যায়। নিহত আবরার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. শওকত শরীফের মেজো ছেলে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দুই কিশোরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তারা হলো- একই গ্রামের সেলিমের মেয়ে নাদিয়া এবং মাইনুলের মেয়ে সাদিয়া।
শিশুটির পরিবার জানায়, মঙ্গলবার বিকালে আবরারকে খেলার জন্য ডেকে নেয় ওই দুই কিশোরী। এরপর থেকে আর খোঁজ মেলেনি তার। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর আবরারের পরিবারের সদস্যরা সন্দেহভাজন হিসেবে ওই দুই কিশোরীকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তারা জানায়, কচুরিপানার মধ্যে আবরারকে পাওয়া যাবে। পরিবারের লোকজন তাদের দেখানো জায়গায় গিয়ে কচুরিপানা সরিয়ে লাশটি উদ্ধার করেন। বেলপুকুরিয়া থানার ওসি মো. সুমন কাদরী বলেন, ‘শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুই কিশোরীকে আটক করা হয়েছে।’