দক্ষিণ কোরিয়ার ১৫ স্বেচ্ছাসেবীকে সংবর্ধনা দিয়েছে মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার চাষি বালিগাঁও সমাজকল্যাণ সংঘ।
বৃহস্পতিবার দুপুরে কোরিয়ার দংগুরামি স্বেচ্ছাসেবক দলের এই সদস্যদের 'আন্তর্জাতিক বন্ধুত্ব সংবর্ধনা' দেওয়া হয়।
চাষী বালিগাঁও সমাজকল্যাণ সংঘের সভাপতি সাইফুল ইসলাম হিরনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক উজ্জ্বল শেখ, সহ-সভাপতি বাবুল হালদার ও আরশাদ মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওমর ফারুক প্রমুখ।
অনুষ্ঠানে দংগুরামি স্বেচ্ছাসেবক দলের সঙ্গে সামাজিক উন্নয়ন, শিশু ও বয়স্কদের কল্যাণ, চিকিৎসা সেবা, শিক্ষা সহযোগিতা এবং পারস্পরিক সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
কোরিয়ান দংগুরামি দলের পক্ষ থেকে কোওয়াক হয়নজি ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমে সক্রিয়ভাবে সহযোগিতার আশ্বাস দেন। চাষিবালিগাঁও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, যুবসমাজ এবং বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন/দি