কক্সবাজার শহরে স্ত্রীর সামনে খুন হয়েছেন রঞ্জন চাকমা (৫৫)। ধর্ষণে বাধা দেওয়ায় প্রতিবেশী বীরেন চাকমা (৫৪) তাকে হত্যা করেছেন বলে জানিয়েছে নিহতের স্ত্রী কালোদেবী চাকমা (৩৫)।
ঘটনাটি ঘটে শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে। হত্যার পর পালানোর সময় স্থানীয়রা ঘাতক বীরেনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত দম্পতি সম্প্রতি রাঙ্গামাটি থেকে কক্সবাজারে কাজে এসেছিলেন এবং পরিচিতজন বীরেন চাকমার ভাড়া বাসায় থাকতেন। ঘটনার রাতে একসঙ্গে মদ্যপান চলাকালে বীরেন চাকমা কালোদেবীকে পাশের কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। স্ত্রীকে বাঁচাতে গেলে রঞ্জনকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে বীরেন।
স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং রক্তমাখা হাতে পালাতে থাকা বীরেনকে আটক করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান বলেন, ঘাতককে আটক করা হয়েছে এবং হত্যার ছুরিটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধর্ষণচেষ্টার জেরেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
তিনি আরও জানান, নিহতের স্ত্রীকে চিকিৎসার পাশাপাশি আলামত পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ