মেক্সিকোর ইউকাতান উপদ্বীপে ভয়বাহ এক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন।
রবিবার (১৪ সেপ্টেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ইউকাতান রাজ্যের জননিরাপত্তা সচিবের বরাতে রয়টার্স জানায়, রাজ্যটির মেরিদা শহর ও প্রতিবেশী রাজ্য কাম্পেচের কাম্পেচে শহরের মধ্যবর্তী মহাসড়কে শনিবার এ দুর্ঘটনাটি ঘটে। এ দুর্ঘটনায় একটি ট্রেলার, একটি প্রাইভেটকার ও একটি ট্যাক্সির যাত্রীরা নিহত হন।
ইউকাতানের গভর্নর জোয়াকিন দিয়াজ মেনা এক বিবৃতিতে এক্স-এ লিখেছেন, “আমরা এই বেদনাদায়ক মুহূর্তে নিহতদের পরিবারগুলোর প্রতি সংহতি ও সমবেদনা জানাচ্ছি।”
তিনি আরও জানান, ঘটনার প্রথম খবর আসার পরপরই জরুরি সেবা, নিরাপত্তা বাহিনী এবং স্বাস্থ্যকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সহায়তা প্রদান শুরু করেছে।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/নাজিম