আফগান সীমান্তের কাছে গত কয়েক দিনে সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) তিনটি আস্তানায় অভিযান চালিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। এতে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৯ সেনার প্রাণ গেছে। ওই সশস্ত্র গোষ্ঠীর ৩৫ সদস্য নিহত হয়েছেন।
শনিবার সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজৌর জেলায় এক অভিযানে ওই বাহিনীর ২২ সশস্ত্র সদস্য নিহত হন। দক্ষিণ ওয়াজিরিস্তানে পৃথক আরেক অভিযানে আরও ১৩ জন নিহত হয়েছেন।
একইসঙ্গে দক্ষিণ ওয়াজিরিস্তানের ওই অভিযানে সাহসিক লড়াইয়ে ১২ সেনা প্রাণ হারান বলে বিবৃতিতে জানানো হয়।
সেনাবাহিনীর আরেক বিবৃতিতে বলা হয়েছে, খাইবার পাখতুনখোয়ার লোয়ার দির এলাকায় আরেকটি আস্তানা ঘিরে ধরার পর বন্দুকযুদ্ধে সাত সেনা এবং সশস্ত্র গোষ্ঠীর ১০ সদস্য নিহত হয়েছেন।
তালিবান সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তায় এসব হামলার দায় স্বীকার করেছে টিটিপি। ইসলামাবাদ বলছে, আফগান মাটিই টিটিপির ঘাঁটি, যেখান থেকে তারা পাকিস্তানে হামলা চালায়। যদিও টিটিপি আর আফগান তালিবান সরকার এক নয়, তবুও তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
সশস্ত্র গোষ্ঠীর নিহত সদস্যদের খারেজি বলে আখ্যা দিয়েছে পাকিস্তানি সেনারা। পাকিস্তান সরকার টিটিপিকে বোঝাতে এই শব্দ ব্যবহার করে। সেনারা আরও অভিযোগ করেছে, এসব জঙ্গিকে ভারত সমর্থন দিচ্ছে, যদিও এর পক্ষে কোনো প্রমাণ হাজির করা হয়নি।
পাকিস্তান বহুদিন ধরে ভারতকে টিটিপি ও বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের পৃষ্ঠপোষকতার অভিযোগ করে আসছে। তবে নয়াদিল্লি তা অস্বীকার করেছে। কাবুল ও নয়াদিল্লির পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র : আল জাজিরা
বিডি প্রতিদিন/জুনাইদ