চুয়াডাঙ্গায় নবনিযুক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের পদায়ন বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। ‘চুয়াডাঙ্গাবাসী’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে জামায়াতে ইসলামী, এনসিপি ও এবি পার্টির নেতাকর্মীরা অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, গৌতম কুমার বিশ্বাস ঢাকার মিরপুর থানায় দায়িত্ব পালনকালে আন্দোলনরত জনতার ওপর দমন-নিপীড়ন চালান। তাই তাঁকে চুয়াডাঙ্গায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া যাবে না।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জামায়াতের প্রচার সম্পাদক মফিজ জোয়ার্দ্দার, এবি পার্টি চুয়াডাঙ্গা জেলা সভাপতি আলমগীর হোসেন, এনসিপি জেলা যুগ্ম আহ্বায়ক সমীর হোসেন প্রমুখ। বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে পরিচিত এ পুলিশ কর্মকর্তাকে চুয়াডাঙ্গায় দায়িত্ব পালন করতে দেওয়া হলে জনগণের আন্দোলন চলবে।