জনবল সংকটের কারণে কাঙ্ক্ষিত প্রশিক্ষণ দিতে পারছে না কোটালীপাড়ায় অবস্থিত পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)। তবে শুরু থেকে এখন পর্যন্ত প্রায় পাঁচ লাখ নারী-পুরুষ, যুবক-যুবতী ও প্রতিবন্ধীকে হাতে-কলমে প্রশিক্ষণ দিয়েছে প্রতিষ্ঠানটি। তারা এখন দেশে-বিদেশে দক্ষ কর্মী হিসেবে কাজ করছেন।
সূত্র জানায়, ৪০ একর জমির ওপর ২০১১ সালের শেষ দিকে প্রকল্পের কাজ শুরু হয়ে ২০২০ সালের জুনে শেষ হয়। এর আগে ১৯৯৭ সালে বিআরডিবির প্রশিক্ষণ কমপ্লেক্স হিসেবে কার্যক্রম শুরু হয়েছিল। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া এ প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য।
এখানে দুইটি ১০ তলা ও দুটি ৬ তলা ভবন, আধুনিক অডিটোরিয়াম, পুরুষ ও নারী হোস্টেল, ভিআইপি গেস্ট হাউস, পরিচালক বাংলো, অফিস ভবন, প্রদর্শনী কেন্দ্র, ডাইনিং হল, মসজিদ, স্টাফ কোয়ার্টার ও ওয়ার্কশপ নির্মিত হয়েছে। ১০ তলা ভবনের ১৯টি ভেন্যুর মাধ্যমে একসঙ্গে ২ হাজার ৫০০ জনকে প্রশিক্ষণ দেওয়া সম্ভব ও একই সঙ্গে আবাসনে থাকতে পারে ৫৪০ জন।
সিরাজুল ইসলাম নামে শরীয়তপুরের এক প্রবাসীর অভিজ্ঞতায় বোঝা যায় দক্ষতা না থাকলে বিদেশে টিকে থাকা কঠিন। দেশে ফিরে তিনি আরডিএতে ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং ট্রেডে ভর্তি হয়ে দক্ষতা অর্জন করছেন। একই ট্রেডে বিভিন্ন জেলার আরও ৮০ জন প্রশিক্ষণ নিচ্ছেন। পাশাপাশি নারীদের জন্য চলছে সেলাই-এমব্রয়ডারি প্রশিক্ষণ। বর্তমানে ২০টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যার মধ্যে রয়েছে গ্রাফিক ডিজাইন, ফ্রিল্যান্সিং, কম্পিউটার, আধুনিক কৃষি, মৎস্য চাষ, প্লাম্বিং, মোবাইল সার্ভিসিং, ব্লক-বাটিক প্রভৃতি।
যুগ্ম পরিচালক মোহাম্মদ তোজাম্মেল হক জানান, প্রতিষ্ঠানটির বাৎসরিক আয় প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকা। দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি এ পর্যন্ত ৩৬টি সামাজিক ও প্রায়োগিক গবেষণা সম্পন্ন হয়েছে। জনবল পূরণ হলে কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ