সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৪ সেপ্টেম্বর) ভোর থেকে রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টিতে রাস্তায় পানি জমেনি, তবে যানবাহনের গতি কমে যাওয়ায় রাজধানীর বিভিন্ন সড়কে তৈরি হয়েছে দীর্ঘ যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসমুখী মানুষ।
রাজধানীর উত্তরা, খিলক্ষেত, বনানী, মালিবাগ ও বিজয় সরণি রোডসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সকাল থেকেই ধীরগতিতে চলতে দেখা গেছে গাড়ি। যাত্রীরা নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছাতে না পেরে পড়েছেন বিপাকে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, হালকা বৃষ্টিতে যানবাহনের গতি প্রায় থেমে গেছে। গাড়িগুলো হর্ন বাজিয়েও এগোতে পারছে না। সড়কের দুই পাশে অফিসগামী মানুষ দাঁড়িয়ে আছেন বাসের অপেক্ষায়। কেউ ছাতা মাথায়, কেউ আবার ভিজে ছাতা ছাড়াই বাস ধরতে দৌড়াচ্ছেন। এ সুযোগে রিকশা ও সিএনজিচালকরা বাড়িয়ে দিয়েছেন ভাড়া।
বিশেষ করে বনানী মোড় থেকে মহাখালী পর্যন্ত প্রাইভেটকার ও বাসের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। জাহাঙ্গীর গেট, বিজয় সরণি ও ফার্মগেট এলাকাতেও একই চিত্র দেখা গেছে। এসব এলাকায় রাস্তায় পানি জমেনি, তবে অনেকেই ব্যক্তিগত গাড়ি ব্যবহার করায় সড়কে গাড়ির সংখ্যা বেড়ে যায়। ফলে সিগন্যালের মোড়ে মোড়ে যানজট আরও দীর্ঘ হয়।
অন্যদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকায় সারাদিন কমবেশি বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের প্রথমার্ধে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এতে তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে।
বিডি প্রতিদিন/হিমেল