ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জয়পুরহাটে অনুষ্ঠিত হয়েছে ৫ কিলোমিটার দীর্ঘ একটি প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শুক্রবার সকালে এই আয়োজনটি অনুষ্ঠিত হয়।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণে প্রতীকী এ ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মতিয়র রহমান, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। ছাত্র ও সাধারণ মানুষের এই আন্দোলনই স্বৈরাচারবিরোধী সংগ্রামে পথ দেখিয়েছিল। বর্তমান প্রজন্মের কাছে সেই ইতিহাস তুলে ধরতেই আমাদের এ আয়োজন।”
ম্যারাথনটি শুরু হয় যুব উন্নয়ন অধিদপ্তর চত্বর থেকে এবং শেষ হয় বটতলী বাজারে। রুটটি ছিল: হিচমী বাজার—কমরগ্রাম—বানিয়াপাড়া হয়ে শেষ গন্তব্যে পৌঁছায়। পুরো আয়োজনটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীদের মাঝে ছিল উৎসাহ ও প্রাণচাঞ্চল্য।
শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বিডি প্রতিদিন/আশিক