জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে মেহেরপুর জেলা বিএনপির মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল দশটার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন।
এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম, সিনিয়ার যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মদ, সদস্য ইলিয়াস হোসেন, আনসারুল হক, আলমগীর খান ছাতু, ওমর ফারুক লিটন, আখেরুজ্জামান, মকবুল হোসেন মেঘলা ও রেজাউল হক প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন