শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস বিনির্মাণ ও কাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয় পদক্ষেপ চেয়ে উপাচার্যের কাছে সাত দফা দাবি সংবলিত স্মারকলিপি দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।
বুধবার (১৭ সেপ্টেম্বর) উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীর হাতে এ স্মারকলিপি তুলে দেন ছাত্রদলের নেতারা।
ছাত্রদলের দাবিগুলো হল- হলের রাস্তায় লাইটিং এর ব্যবস্থা করা, হল সংলগ্ন মসজিদের কাজ দ্রুত সম্পন্ন করা, ভার্সিটিতে দ্রুত সময়ের মধ্যে একটি মন্দির নির্মাণের উদ্যোগ নেওয়া, লাইব্রেরিতে বই নিয়ে ঢুকতে পারা, গেটে যাত্রী ছাউনি এবং পার্কিং এর ব্যবস্থা করা এবং ফুডকোর্টগুলোরে শিক্ষার্থীদের প্রয়োজনীয় সব ধরনের খাবার রাখতে নির্দেশ দেওয়া। এছাড়াও হ্যান্ডবল গ্রাউন্ডে পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করার দাবিও জানান তারা।
দাবি সমূহ দ্রুত বাস্তবায়ন করতে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাহাত জামান ও সাধারণ সম্পাদক নাঈম সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়।
বিডি প্রতিদিন/নাজিম