নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ শিক্ষার্থীদের জন্য শিল্পকারখানা ভ্রমণের আয়োজন করে। এতে অংশ নেয় বিভাগের ৮০ জন শিক্ষার্থী। তারা দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান নোমান গ্রুপের অধীনস্থ জুবায়ের স্পিনিং মিলস লিমিটেড ও নাইস স্পান মিলস লিমিটেড ঘুরে দেখেন।
শিক্ষার্থীদের সঙ্গে ভ্রমণে ছিলেন বিভাগের শিক্ষক এ. এম. রিয়াসাত আলম, তানভীর মাহমুদ, মো. আরিফুল ইসলাম ও এস. এম. মারুফ বিল্লাহ। তারা শিক্ষার্থীদের আধুনিক স্পিনিং প্রযুক্তি, উৎপাদন প্রক্রিয়া ও মান নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে ধারণা দেন।
এই ভ্রমণে শিক্ষার্থীরা শিল্পকারখানার কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করার সুযোগ পায়। শ্রেণিকক্ষে শেখা তাত্ত্বিক জ্ঞানকে বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখার মাধ্যমে তাদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ে এবং ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতিও সমৃদ্ধ হয়।

বিভাগের প্রধান জি. এম. ফয়সাল বলেন, শুধু বই পড়া যথেষ্ট নয়, হাতে-কলমে অভিজ্ঞতা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত জরুরি। এই ভিজিট তাদের বাস্তব শিল্প পরিবেশ বোঝার সুযোগ দিয়েছে এবং একাডেমিক জ্ঞানকে আরও সমৃদ্ধ করেছে।
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ নিয়মিতভাবে শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির জন্য শিল্প ভ্রমণ, ওয়ার্কশপ ও প্র্যাকটিক্যাল সেশন আয়োজন করে আসছে।