শুক্রবার (১৮ জুলাই) সকাল ৭টায় শরীয়তপুরে উদযাপিত হলো জুলাই মাসের গৌরবোজ্জ্বল গণঅভ্যুত্থান দিবস-২০২৫। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় একটি বর্ণাঢ্য প্রতীকী ম্যারাথন।
ম্যারাথনের সূচনা হয় শরীয়তপুর সদরের চৌরঙ্গী এলাকার শহীদ মামুন স্মৃতি চত্বর থেকে। সেখান থেকে এটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম। এছাড়া উপস্থিত ছিলেন পুলিশ সুপার নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, পৌরসভার প্রশাসক মোঃ ওয়াহিদ হোসেন, সিভিল সার্জন রেহান আহমেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ।
ম্যারাথনে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, ক্রীড়াবিদ, সামাজিক সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আয়োজকদের মতে, এই প্রতীকী ম্যারাথনের মূল লক্ষ্য ছিল তরুণ প্রজন্মের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ছড়িয়ে দেওয়া।
বিডি প্রতিদিন/আশিক