রাজধানীর পল্লবীতে সন্ত্রাসীদের গুলিতে এক ভাই গুলিবিদ্ধ ও তার বোন ছুরিকাঘাতে আহত হয়েছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কালশী আদর্শনগর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন সুমন মিয়া (৩২) ও তার বড় বোন লাভলী বেগম (৪৫)। গুলিবিদ্ধ সুমন সিসিটিভি ক্যামেরা ব্যবসায়ী। গুরুতর আহত অবস্থায় দুইজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, সুমনের অবস্থা আশঙ্কাজনক।
সুমনের স্ত্রী জানান, স্থানীয় চাঁদাবাজ শরীফ ও কবিরসহ কয়েকজন রাতে চাঁদা দাবি করে। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে তারা লাভলীকে ছুরিকাঘাত করে। সুমন বাধা দিলে তাকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। পরে তারা দ্রুত পালিয়ে যায়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ