বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। বিভিন্ন সচেতনতামূলক প্রচার, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও এডিস মশার লার্ভা নিধনে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হলেও ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫৮ জন। চলতি বছরের জানুয়ারি থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বরগুনা জেলায় সরকারি হিসাব অনুযায়ী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৬২৬ জনে। এ সময়ের মধ্যে সরকারি হিসেবে মারা গেছেন ৮ জন। তবে বেসরকারি সূত্র বলছে, মৃত্যুর সংখ্যা ৪০ এর কাছাকাছি।
স্বাস্থ্য বিভাগ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আরও জোরালো উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে ডেঙ্গু প্রতিরোধে জনগণের সক্রিয় অংশগ্রহণই এখন সবচেয়ে জরুরি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিডি প্রতিদিন/জামশেদ