জুলাই শহীদদের স্মরণে মোংলায় শোক র্যালি করেছে পৌর বিএনপি। শুক্রবার বেলা ১১টায় র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর মার্কেট চত্বরে শোকসভা অনুষ্ঠিত হয়।
শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ মো. জুলফিকার আলী। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপি সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমরান হোসেন, যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, পৌর মহিলা দলের সভানেত্রী কমলা বেগম, সহ-সভানেত্রী বেবি রহমান, বাগেরহাট জেলা যুবদল সদস্য মো. আলাউদ্দিন, পৌর যুবদলের সাবেক সভাপতি মাহমুদ রিয়াদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টুটুল, পৌর শ্রমিক দলের সভাপতি মো. আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান ও পৌর বিএনপির সদস্য শফিকুল ইসলাম শান্ত।
এ সময় প্রধান অতিথির বক্তৃতায় জুলফিকার আলী বলেন, অনেকে পেছনের কথা ভুলে গেছেন। তাই তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি করছেন। যারা আমাদের ছাতার তলে আশ্রয় নিয়েছিলেন তারা এখন এনসিপিসহ ছাত্রদের উসকে দিচ্ছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এসব বাদ দিয়ে দেশকে ভালোবাসুন, দেশ থেকে আওয়ামী লীগের ও গোপালগঞ্জের নৈরাজ্য বন্ধে সহায়তা করুন।
এদিকে জুমার নামাজ শেষে পৌর শহরের মাদ্রাসা রোডের আলী মাদ্রাসা জামে মসজিদে জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল