নাটোরে হঠাৎ ডায়রিয়ার প্রাদুর্ভাবে দেড় শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে শিশু, নারী, পুরুষ ও বয়স্ক সবাই রয়েছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নাটোর আধুনিক সদর হাসপাতালে গিয়ে দেখা যায় রোগীতে পরিপূর্ণ ওয়ার্ড।
খবর পেয়ে জেলা প্রশাসক আসমা শাহীন হাসপাতালে গিয়ে রোগীদের শারীরিক খোঁজ-খবর নেন।
জানা গেছে, মঙ্গলবার রাত থেকে শহরের ঝাউতলা ও আশপাশের এলাকায় ডায়রিয়ার উপসর্গ দেখা দেয়। প্রথমে ৩০-৩৫ জন রোগী ভর্তি হলেও বুধবার সকাল ৮টা পর্যন্ত সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬৫ জনে। দুপুর ১২টা পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৭ জন। এর মধ্যে পুরুষ ৬৬, নারী ৫৫ এবং শিশু ২৬ জন। এদের মধ্যে কিছু রোগী ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, তবে ১২৮ জন এখনও চিকিৎসাধীন।
এ ঘটনায় জেলা স্বাস্থ্য বিভাগ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
নাটোরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফিন জানান, শহরের ঝাউতলা এলাকার কয়েকজন ডায়রিয়া রোগী প্রথমে সনাক্ত হয়। দুপুর নাগাদ আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৪৭ জনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিবাহিত কারণে এ ডায়রিয়া ছড়িয়েছে। আক্রান্ত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে পানি বিশুদ্ধকরণ ওষুধ সরবরাহ করা হচ্ছে। হাসপাতালে পর্যাপ্ত ওষুধ মজুত রয়েছে এবং স্বাস্থ্যকর্মীরা রোগীদের চিকিৎসা দিচ্ছেন।
বিডি প্রতিদিন/হিমেল