নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
বুধবার ভোরে ও সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আউখাব এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ভোরে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় শেখ ফরিদ (২০) নামে এক যুবক নিহত হন। তিনি নেত্রকোনার মোহনগঞ্জ থানার পালগাঁও এলাকার সুরুজ মিয়ার ছেলে।
এছাড়া, সকালে একই এলাকায় ট্রাকের ধাক্কায় খাদে পড়ে কবির উদ্দিন (৫৫) নামে এক পোশাক শ্রমিক নিহত হন। তিনি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার ফতেহপুর এলাকার মৃত তোয়ার মোল্লার ছেলে।
ভুলতা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. মুসাক্ষিরউদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/কেএ