‘বিদ্যমান সরকারি মৎস্য খামারসমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় ভোলায় আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জেলা মৎস্য দপ্তরের আয়োজনে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার হলরুমে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ উপ-পরিচালক মো. আহসান হাসিব খান। জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেবের সভাপতিত্বে কর্মশালায় বরিশাল বিভাগের উপ-পরিচালক মো. আনিসুজ্জামান, প্রকল্প পরিচালক মো. মশিউর রহমান, উপ-প্রকল্প অফিসার এস. এম. আজাহারুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল