গোপালগঞ্জে জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং শিক্ষা উপকরণ বিতরণ করেছে জেলা প্রশাসন। জেলা পরিষদের সহযোগিতায় বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলী বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জান।
অনুষ্ঠানে গোপালগঞ্জ সদর ও মুকসুদপুর উপজেলার ৪২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির প্রথম স্থান অধিকারী ৪২৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের হাতে ব্যাগ, খাতা, কলম, পেন্সিল, হাইলাইটার, ইরেজার, কাটার এবং পেন্সিল বক্সসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জান বলেন, ‘শুধু পড়ালেখা নয়, আমাদের ভালো মানুষ হতে হবে। একজন ভালো মানুষের অন্যতম গুণ হচ্ছে পরোপকারী হওয়া। যদি আমরা মানবিক গুণগুলো ধারণ করি, তবে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে পারবো। আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা প্রকৃতিপ্রেমী, দেশপ্রেমে উদ্বুদ্ধ এবং বড়দের প্রতি শ্রদ্ধাশীল হয়ে গড়ে উঠুক।’
অনুষ্ঠানে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জামশেদ