ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-৫ আসনের প্রধান সমন্বয়ক নবীউল্লাহ নবী বলেছেন, কোনো ষড়যন্ত্রই বিএনপির অগ্রযাত্রা রুখতে পারবে না। ৪৭ বছরের গৌরবান্বিত পথচলায় বিএনপি বরাবরই গণতন্ত্র ও জাতীয়তাবাদ প্রতিষ্ঠার জন্য লড়াই করে আসছে। এখনও দেশকে স্থিতিশীল ও সমৃদ্ধিশালী গণতন্ত্রের পথে এগিয়ে নিতে বিএনপি বদ্ধপরিকর।
বুধবার যাত্রাবাড়ীতে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির ব্ক্তব্যে তিনি একথা বলেন। এসময় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় যাত্রাবাড়ী থানা বিএনপি আয়োজিত জনবান্ধব কর্মসূচির অংশ হিসেবে সপ্তাহব্যাপী খাল, পুকুর, রাস্তা পরিষ্কার এবং বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন নবীউল্লাহ নবী।
কর্মসূচি উদ্বোধনের আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি আরও বলেন, বিএনপি গণমানুষের আস্থার প্রতীক। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালির পরিবর্তে জনবান্ধব কর্মসূচির আয়োজন করেছি। আমাদের রাজনীতি জনগণের কল্যাণের জন্য। আমরা প্রতিহিংসা নয়, ভ্রাতৃত্বের বাংলাদেশে বিশ্বাস করি-সেই আলোকেই ৩১ দফা বাস্তবায়নে কাজ করছে বিএনপি।
বিডি প্রতিদিন/এমআই