ভোলার দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার পৃথক পৃথক কর্মসূচি পালন করা হয়।
প্রথমে দৌলতখান উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি দৌলতখান পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সমানে ফিরে আসে।
পরে বোরহানউদ্দিন উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে অপর একটি র্যালি বের হয়। ওই র্যালিতে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যডভোকেট কাজী আজম, যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান, দৌলতখান উপজেলা বিএনপির সহ-সভাপতি নিজাম ভুইয়া, সাংগঠনিক সম্পাদক কুট্টি, বিএনপি নেতা বশির মেম্বার, রিয়াজ, জহিরসহ বিএনপির নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এমআই