খাগড়াছড়ি জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর ট্রাস্টি বোর্ড থেকে এ ক্ষতিপূরণ বাবদ আথিক সহায়তা প্রদান করা হয়।
বুধবার খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নিহত ও আহতদের পরিবারের হাতে চেক হস্তান্তর করা হয়।
সড়ক দুর্ঘটনায় আহত মুনতাহা আক্তারকে চিকিৎসার জন্য ১ লাখ টাকা ও নিহত সুশান্ত চাকমার স্ত্রী সুজন্তা চাকমাকে ৫ লাখ টাকার চেক দেওয়া হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), খাগড়াছড়ি সার্কেলের উদ্যোগে এ চেক বিতরণ করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
জেলা প্রশাসক বলেন, সড়ক দুর্ঘটনায় মানুষের প্রাণহানি রোধে সচেতনতা বৃদ্ধি, নিয়ম মেনে গাড়ি চালনা এবং সড়ক আইন যথাযথভাবে মানার কোনো বিকল্প নেই। পাশাপাশি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার।
চেক বিতরনেকালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ফেরদৌসী বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রুমানা আক্তার, খাগড়াছড়ি বিআরটিএ এর সহকারী পরিচালক মোহাম্মদ মুছা।
বিডি প্রতিদিন/নাজমুল