ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু বলেছেন, একটি দল নির্বাচন বানচাল করতে নানা ষড়যন্ত্র করছে। সুষ্ঠু নির্বাচন হলে তারা ১০টি আসনও পাবে না। ফেনী-১ আসন বেগম খালেদা জিয়ার আসন। এ আসনের জনগণ ধানের শীষের পক্ষে রায় দেবে।
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বুধবার ফেনীর পরশুরাম উপজেলা ও পৌর বিএনপির উদ্যেগে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি একটি বড় ও জনপ্রিয় দল। যারা ফ্যাসিবাদীদের আশ্রয় দিবে, তাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। বহু দল প্রেমিক বড় নেতা বহিষ্কার হয়েছে। ফ্যাসিবাদীরা দলে ঢুকে দলের মধ্যে বিভেদ তৈরি করতে চায়, ভাঙ্গন ধরাতে চায়। তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। আমি চাই গত ১৫ বছর আওয়ামী লীগের হামলা, মামলা নির্যাতনে শিকার হয়েছে, দলের সু'দিনে অন্যায়ের কারণে কাউকে বহিষ্কার করতে না হয়। আওয়ামী লীগ বিএনপির সাথে যেগুলো করছে আমরা ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারতাম। কিন্তু আমরা জনগণের সেবা করে মন জয় করে জনগণের অন্তরে থাকতে চাই। জনগণের সেবা করে আওয়ামী লীগকে জবাব দিতে চাই।
উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউছুফ মাহফুজ।
উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি ও পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুল হক মজুমদারের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল আলিম মাকসুদ, উপজেলা যুবদলের আহ্বায়ক শামছুল আলম শাকিল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের লিটন, পৌর যুবদলের আহ্বায়ক মোস্তফা খোকন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিসফাকুস সামাদ রনি প্রমুখ।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি পরশুরাম বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে যুবদল, ছাত্রদল, বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/আরাফাত