বগুড়ার শেরপুরে যুবলীগ নেতা মোঃ মাহফুজুর রহমান মনিরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সালফা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতার মাহফুজুর রহমান শেরপুর পৌর শহরের উত্তরসাহা পাড়া গ্রামের মৃত মাহবুবুর রহমানের ছেলে। তিনি শেরপুর পৌর যুবলীগের সহ-সভাপতি ছিলেন।
জানা যায়, ২০২৩ সালের ১৫ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুর বাসস্ট্যান্ডের খেজুরতলা এলাকায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ওই মিছিলে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। ওইসময় মনির ককটেল বিস্ফোরণ ঘটান এবং বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর করেন। এ ঘটনার প্রেক্ষিতে ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তে যুবলীগ নেতা মাহফুজুর রহমান মনিরের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/নাজমুল