কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক মোঃ শাহ আলমের সঙ্গে মতবিনিময় করেছে স্থানীয় সংবাদকর্মীরা। বুধবার সিটি কর্পোরেশনের অতীন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় নগরীর যানজট, অবৈধ দখলদারিত্ব, নাগরিক সেবায় হয়রানি এবং অন্যান্য সমস্যার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
গণমাধ্যমকর্মীরা অভিযোগ করেন, ২০১২ সালে পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে উন্নীত হলেও প্রত্যাশিত সেবা বৃদ্ধি পায়নি। চারবার সিটি মেয়র নির্বাচিত হলেও যানজট ও সড়ক দখলমুক্ত করার কার্যকর উদ্যোগ দেখা যায়নি।
নবনিযুক্ত প্রশাসক শাহ আলম বলেন, “সিটি করপোরেশনের সমস্যাগুলো সমাধান করতে হলে জনমত তৈরি করতে হবে। সবাই মিলে যানজট, জলজট ও অবৈধ দখলদারিত্ব বন্ধে কাজ করতে হবে। সিটি করপোরেশন সে কাজ করবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ মামুন, নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়া, মাঈন উদ্দিন চিশতিসহ অন্যান্য কর্মকর্তা।
বিডি প্রতিদিন/হিমেল