নোয়াখালীর সুবর্ণচরে গাঁজা সেবনের পর দুই বন্ধুর ঝগড়ায় পুকুরে ডুবে তপন চন্দ্র মজুমদার (৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বন্ধু ডালিম চন্দ্র মজুমদারকে (৪০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চরবাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে কুমোদ মজুমদারের বাড়ির পুকুরপাড়ে এ ঘটনা ঘটে। বুধবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত তপন স্থানীয় মৃত ননী গোপাল মজুমদারের ছেলে। আটক ডালিম একই গ্রামের ভবতোষ চন্দ্র মজুমদারের ছেলে।
স্থানীয়রা জানান, প্রায়ই তারা একসঙ্গে গাঁজা সেবন করতেন। মঙ্গলবার গভীর রাতে গাঁজা সেবনের পর ঝগড়ার একপর্যায়ে ডালিম তপনকে পুকুরে ফেলে দেন। এসময় দুজনই পানিতে পড়ে যান। স্থানীয়দের সহায়তায় ডালিমকে উদ্ধার করা হলেও তপনকে খুঁজে পাওয়া যায়নি। পরে রাত সোয়া ২টার দিকে তার মরদেহ পানিতে ভেসে ওঠে।
পুলিশ জানায়, ডালিমের হাতে আঘাতের চিহ্ন থাকলেও নিহত তপনের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
চরজব্বর থানার ওসি শাহীন মিয়া বলেন, “প্রাথমিকভাবে এটি ডুবে মৃত্যুর ঘটনা মনে হলেও, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত কারণ জানা যাবে।”
বিডি প্রতিদিন/হিমেল
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        