চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ধুরুং নদীর তীরে দুই শত বছরেরও পুরনো কবরস্থান ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ইতোমধ্যেই কবরস্থানের অর্ধেক নদীগর্ভে তলিয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে কবরস্থানের বাকি অংশও মুছে যাবে ইতিহাস থেকে।
গ্রামের প্রবীণরা জানান, কবরস্থানে শত শত কবর ছিল। শবে বরাত ও ঈদের মতো ধর্মীয় অনুষ্ঠানে তারা সেখানে গিয়ে প্রার্থনা করতেন। কিন্তু নদীর ভাঙন আর ড্রেজার মেশিনে বালু উত্তোলনের কারণে অনেক কবরের চিহ্ন এখন আর খুঁজে পাওয়া যায় না।
শুধু কবরস্থান নয়, খালের চরাঞ্চলজুড়ে কৃষকদের শাকসবজি ও মৌসুমি ফসল উৎপাদনের উর্বর জমিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ড্রেজারে মাটি সরে যাওয়ায় জমির উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে বলে জানান কৃষকরা।
সরেজমিনে দেখা গেছে, দিনের বেলাতেও ড্রেজার মেশিন বসিয়ে খাল থেকে বালু উত্তোলন চলছে। এতে খালের তলদেশ গভীর হয়ে ভাঙন তীব্র হচ্ছে এবং কবরস্থানসহ আশপাশের ফসলি জমিও হুমকির মুখে পড়ছে।
স্থানীয়রা জানান, বহুবার এ বিষয়ে প্রশাসনকে অবগত করা হলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে গ্রামবাসীর মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
এ বিষয়ে জানতে চাইলে ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম বলেন, অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল