চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের কেচিয়াপাড়া এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ে বাধা দেওয়ায় ছুরিকাঘাতে চালকের মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। নিহত মো. শহীদ (৩৩) গাইবান্ধার চণ্ডীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সুন্দরগঞ্জ গ্রামের খাজা মিয়ার ছেলে। তিনি পটিয়ার ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ সূত্রে জানা যায়, যাত্রীবেশে অটোরিকশায় উঠে দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের কেচিয়াপাড়ায় এলাকায় যাওয়ার পর দুর্বৃত্তরা সেটি ছিনতাইয়ের চেষ্টা করে। চালক শহীদ বাধা দিলে পেটে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, নিহত অটোরিকশা চালকের মরদেহ চমেক হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/নাজমুল