১৪ মে, ২০২৪ ২২:৩০

টেকনাফে অস্ত্রসহ আটক ১

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:

টেকনাফে অস্ত্রসহ আটক ১

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১টি এলজি ও ৩ রাউন্ড কার্তুজসহ এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। আটককৃত ব্যক্তি হলেন- টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ১নং ওয়ার্ড মৌলভীবাজার মরিচ্যাঘোনা এলাকার মৃত আব্দুল গফুরের ছেলো মো. শফিক (৩২)।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, উদ্ধারকৃত আলামতসহ আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর