জুলাই মাসের ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে মানিকগঞ্জে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকাল ৭টায় মানিকগঞ্জ সদর উপজেলার পালড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ম্যারাথনটি শুরু হয়। এটি মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
ছয় কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, ক্রীড়াবিদ, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ মানুষ অংশ নেন। ম্যারাথনের সার্বিক সহযোগিতা করে জেলা পরিষদ।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, তরুণ প্রজন্মকে জাতীয় আন্দোলনের ইতিহাস সম্পর্কে সচেতন করা এবং শারীরিক সচেতনতা বৃদ্ধিই এই আয়োজনের মূল লক্ষ্য। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের সনদ ও মেডেল দেওয়া হয়।
অনুষ্ঠিত ম্যারাথনে ৩৮ জন পুরুষ এবং ২ জন নারী অংশগ্রহণ করেন। সাড়ে ছয় কিলোমিটার ম্যারাথনে (পুরুষ) চ্যাম্পিয়ন হয়েছেন পলাশ শেখ, দ্বিতীয় স্থান অর্জন করেন শ্রীকৃষ্ণ হালদার, তৃতীয় আশিকুর রহমান, চতুর্থ আমির হামজা এবং পঞ্চম স্থান অর্জন করেন মো. আরজু। নারী চ্যাম্পিয়ন হয়েছেন লিজা আক্তার।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, জেলা পরিষদের প্রধান নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আতিকুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ নাজমুল হাসান খান, জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা, যুব উন্নয়নের উপ-পরিচালক অলকা রায় প্রভা, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, জেলা স্কাউটের সাধারণ সম্পাদক সরকার মাসুদ, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল