জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের আলাইপুর থেকে জেলা বিএনপির আয়োজনে এই মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এর আগে উপশহর মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, নাসিম উদ্দিন নাসিমসহ বিএনপির নেতৃবৃন্দ।
বিডিপ্রতিদিন/কবিরুল