ঢাকা, বুধবার, ১ মে, ২০২৪

আজকের পত্রিকা

সহিংসতার পর শ্রীলঙ্কায় সেনা মোতায়েন
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

শ্রীলঙ্কায় সিংহলী ও সংখ্যালঘু মুসলমানদের মধ্যে সংঘর্ষের ঘটনার প্রায় ৯০টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।  সংঘর্ষের পর ওই এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে।

রবিবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে ৬৮ মাইল দক্ষিণে অবস্থিত গিন্টোটা শহরে গত বৃহস্পতিবার একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে ওই সংর্ঘষের সূত্রপাত। পরে পরিস্থিতির অবনতি ঘটলে কারফিউ জারি করা হয় এবং পুলিশের পাশাপাশি সেনা ও নৌবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বাজিরা আবেইওয়ার্দেনা সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমরা এই ক্ষতি ও আহতদের ব্যাপারে বিস্তারিত প্রতিবেদন পাঠাতে বলেছি। এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেয়া হবে।’

শ্রীলঙ্কার মোট জনসংখ্যা ২ কোটি ১০ লাখ। যাদের শতকরা ১০ ভাগ মুসলিম। দেশটিতে তামিলদের পরই মুসলিমদের অবস্থান।

বিডিপ্রতিদিন/ ১৯ নভেম্বর, ২০১৭/ ই জাহান



এই পাতার আরো খবর