ঢাকা, বুধবার, ১ মে, ২০২৪

আজকের পত্রিকা

মিয়ামির সৈকতে যানজটের রহস্য কী?
অনলাইন ডেস্ক

বিশ্বের পর্যটকদের অন্যতম আকর্ষণ আমেরিকার মিয়ামি সমুদ্র সৈকত। এই সৈকতের দক্ষিণ অংশে এখন সারি সারি দাঁড়িয়ে রয়েছে শত শত গাড়ি। মিয়ামির সৈকতের এই ছবি দেখে মনে হতেই পারে, যানজটের সৃষ্টি হয়েছে ওই বিচে। কিন্তু সত্যিই কি যানজট হয়েছে সমুদ্র সৈকতে?

মিয়ামিতে ইতিমধ্যেই শুরু হয়েছে আর্ট বাসেল ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল। সেই উৎসবে যোগ দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীরা। তাদের সেই শিল্পকলা ফুটে উঠছে মিয়ামি শহর জুড়ে। এই ‘যানজট’ আসলে সেই শিল্পকলারই অংশ।

আর্জেন্টিনার শিল্পী লিয়ান্দ্রো এরলিচ তৈরি করেছেন এই শিল্পকলা। এর নাম দেওয়া হয়েছে ‘অর্ডার অব ইমপরট্যান্স’। ৩ ডিসেম্বর উদ্বোধন হওয়া এই শিল্পকলায় বালি দিয়ে তৈরি করা হয়েছে গাড়ি ও লরি। সেই কাজে লেগেছে প্রায় ৩৩০ টন বালি। ১৫ ডিসেম্বর অবধি প্রদর্শিত হবে এই শিল্পকলা। 

দেখুন মিয়ামি বিচের সেই ভিডিও

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর