ঢাকা, বুধবার, ১ মে, ২০২৪

আজকের পত্রিকা

সৌদিসহ ৬৫ দেশের কাছে সাইবার প্রযুক্তি বেচবে না ইসরায়েল
অনলাইন ডেস্ক

সাইবার প্রযুক্তি বিক্রি করবে এমন ৬৫টি দেশের তালিকা প্রকাশ করেছে ইহুদিবাদি দেশ ইসরায়েল। এসব দেশের মধ্যে রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মেক্সিকো ও মরক্কোর মতো দেশও। খবর টাইমস অব ইসরায়েলের।

জানা গেছে, বিশ্বজুড়ে ইসরায়েলি স্পাইওয়্যার ফার্ম এনএসও গ্রুপ নিয়ে বিতর্ক সৃষ্টি হলে এই সিদ্ধান্ত নেয়া হয়। তবে ইসরায়েল জানিয়েছে ভিন্ন কারণ। তাদের দাবি, যেসব দেশের মানবাধিকার নিয়ে প্রশ্ন রয়েছে সেসব দেশকে তারা এই তালিকা থেকে বাদ দিয়েছে।

আশঙ্কা করা হচ্ছে, একসঙ্গে ৬৫ দেশকে তালিকা থেকে বাদ দেয়ায় বড় ধাক্কা লাগবে ইসরায়েলের সাইবার প্রযুক্তি শিল্পে। পেগাসাস নিয়ে এরইমধ্যে পুরো বিশ্বজুড়ে নিন্দার ঝড় বয়ে গেছে। 

বর্তমান বাজারের সবথেকে শক্তিশালী নজরদারি পদ্ধতি বলে ধরে নেয়া হয় এটিকে। এর মাধ্যমে টার্গেট করা মোবাইলের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া যায়। এর মাইক্রোফোন ও ক্যামেরা চালু করেও সকল তথ্য হাতানো যায়।

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর