ঢাকা, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

সংবাদ সম্মেলনের আগে মরিয়ম নওয়াজের এ কেমন আচরণ!
অনলাইন ডেস্ক
পিএমএল-এন এর ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ

পাকিস্তানের ক্ষমতাসীন দল পিএমএল-এন এর ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ শরিফ সংবাদ সম্মেলনে কথা বলার সময় একটি নির্দিষ্ট গণমাধ্যমকে মাইক সরিয়ে নির্দেশ দেন। এটা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি। 

ডন ও এআরউয়াই নিউজের খবরে বলা হয়েছে, মঙ্গলবার পাঞ্জাবের রাজধানীতে মরিয়ম নওয়াজ সংবাদ সম্মেলনে কথা বলছিলেন। কথা শুরুর ঠিক আগ মুহূর্তে তিনি এআরউয়াই নিউজের প্রতিনিধিকে মাইক সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। শুধু মাইক সরিয়েই ক্ষান্ত হননি তিনি। এআরউয়াই চ্যানেল ইমরান খানের পক্ষে কাজ করছেসহ একগুচ্ছ অভিযোগ তোলেন তিনি।

এর আগেও এই গণমাধ্যমের বিরুদ্ধে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল) এর নেতাদের বিরুদ্ধে।

এআরউয়াই নিউজ  কর্তৃপক্ষ জানিয়েছে, তারা গণমাধ্যমের দায়িত্ব পালন করে যাবেন। দেশের কোথাও তাদের সাংবাদিকরা হামলার শিকার হলে মরিয়ম নওয়াজের বিরুদ্ধে মামলা করবেন।  

এদিকে পাকিস্তানের সাংবাদিকরা মরিয়ম নওয়াজের আচরণে বিস্ময় প্রকাশ করেছেন এবং নিন্দা জানিয়েছেন। জাতীয় পর্যায়ের একজন নেতার কাছ থেকে এমন ব্যবহার অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন তারা। 

এআরউয়াই নিউজ জানিয়েছে, বুধবার সকাল থেকে কয়েকটি শহরে তারা সম্প্রচার বন্ধ রেখেছেন।

বিডিপ্রতিদিন/কবিরুল 



এই পাতার আরো খবর