আজারবাইজানের কাছে যুদ্ধবিমান বিক্রি করছে পাকিস্তান।
বৃহস্পতিবার দেশটির সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে।
পাকিস্তান সেনাবাহিনী বলেছে, তারা চীনের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি জেএফ-১৭ ব্লক থ্রি ফাইটার জেট আজারবাইজানের কাছে বিক্রির জন্য চুক্তি করেছে।
পাকিস্তান আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর জন্য ও আজারবাইজানের বিমানবাহিনীর সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টা হিসেবে পাকিস্তান যুদ্ধবিমান বিক্রি করছে।
সম্প্রতি আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ইসলামাবাদ সফর করেন। তার সফরের সময়েই পাকিস্তানি যুদ্ধবিমানের সক্ষমতা সম্পর্কে তার কাছে বিস্তারিত তুলে ধরা হয়। সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/একেএ