পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের জোরালো দাবি জানিয়েছেন। বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে তিনি এই দাবি তোলেন বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ‘শান্তির জন্য নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভায় ভাষণ দেওয়ার সময় তিনি এই দাবি জানান।
শাহবাজ শরিফ তার বক্তব্যে বলেন, ইসরায়েলের গাজায় গণহত্যা এবং লেবাননে বোমা হামলা বন্ধ করতে এখনই পদক্ষেপ নিতে হবে। তিনি জানান, ইসরায়েলের ওপর বাণিজ্যসহ অন্যান্য নিষেধাজ্ঞা আরোপ করার সময় এসেছে। ইসরায়েলের আক্রমণাত্মক কর্মকাণ্ড বন্ধ করা না গেলে, ভবিষ্যৎ আরো অন্ধকারে নিমজ্জিত হবে বলে তিনি সতর্ক করেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জম্মু-কাশ্মিরের জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্যও অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। তিনি উল্লেখ করেন, কাশ্মিরের জনগণের দীর্ঘদিন ধরে অবহেলিত অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা বিশ্বশান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শাহবাজ শরিফ আরও বলেন, আমরা যে 'প্যাক্ট ফর ফিউচার' চুক্তির অনুমোদন দিয়েছি, সেটি রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। তিনি উল্লেখ করেন, এ চুক্তি অনুযায়ী দায়িত্ব পালনে ব্যর্থ হলে পুরো বিশ্ব অন্ধকার ভবিষ্যতের মুখোমুখি হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল