ঢাকা, বুধবার, ১ মে, ২০২৪

আজকের পত্রিকা

স্ব-আরোপিত নির্বাসন থেকে দেশে ফিরলেন বলসোনারো
অনলাইন ডেস্ক
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো

স্ব-আরোপিত নির্বাসন থেকে দেশে ফিরলেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো।  গত অক্টোবরে ব্রাজিলে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী লুলা দা সিলভার কাছে পরাজিত হন বলসোনারো। লুলার দায়িত্ব নেওয়ার দুদিন আগে ৩০ ডিসেম্বর বলসোনারো যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পাড়ি জমান। দায়িত্ব হস্তান্তরের কোনো আনুষ্ঠানিকতায় অংশ নেননি তিনি। 

বিবিসির খবরে বলা হয়েছে, কট্টরপন্থি ব্রাজিলের সাবেক এই নেতা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে বৃহস্পতিবার রাজধানী ব্রাসিলিয়ার বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে তিনি বিগত তিন মাস অবস্থান করেন।

গত ৮ জানুয়ারি তার সমর্থকরা ব্রাজিলের কয়েকটি সরকারি ভবনে নজিরবিহীন তাণ্ডব চালায়। দাঙ্গা তিনি উসকে দিয়েছিলেন কিনা সে বিষয়ে  একটি তদন্ত চলছে।

বলসোনারোর প্রত্যাবর্তন ঘিরে ব্রাজিলের পুলিশ সতর্ক অবস্থা অবলম্বন করেছে। 

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর