ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

নৈবেদ্য (৭)
দিদার মুহাম্মদ

চোখের পরিধি তার অনন্ত রহস্য যেন এক, পরিধির চারি ধারে ভ্রমরের মতো শুধু উড়ি নাটাই মানসীর হাতে আমি কক্ষপথে যেন ঘুড়ি চোখে যে রহস্য থাকে ধনুকের মতো বাঁকে তার রূপের সন্ধান মেলে মনের সন্ধান মেলা ভার অপটু প্রেমিক আমি বুঝি না গহীন চোখের বাঁক। তখনো উদাসী বনে ফাগুনের ঝরা পাতা হায় পলকেরা ঝরে পড়ে হৃদয় বিছানো পথে তাই লাজুক চাউনি তার অনুভূতির মাতাল ঢেউ নিরন্তর জ্বেলে যায় পাঁজরের হাড় ভাঙা কেউ আসবে পুবাল বাতাস অপেক্ষার দিন শেষ হলে মধু জ্যোৎস্না ডাকা রাত আসবে কুয়াশা ঢাকা বনেও।

কবি: সাবেক শিক্ষার্থী, বাংলা বিভাগ, জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়। বর্তমান শিক্ষার্থী, মাস্টার্স অব পারফরমিং আর্টস, বেঙ্গালুর বিশ্ববিদ্যালয়, ভারত।

বিডি প্রতিদিন/২১ ডিসেম্বর ২০১৬/হিমেল



এই পাতার আরো খবর