করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নীলফামারীতে সড়ক জীবাণু মুক্ত করতে উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
সোমবার দুপুরে শহরের চৌরঙ্গি মোড়ে এর উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান।
এতে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার (প্রশাসন) মোহাম্মদ আতিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রবিউল ইসলাম, অতিরিক্ত পুরিশ সুপার (নীলফামারী সার্কেল) রুহুল আমিন, নীলফামারী থানার অফিসার ইনচার্জ মোমিনুল ইসলাম মোমিন উপস্থিত ছিলেন।
জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, জেলা শহরের সড়কগুলোর পাশাপাশি উপজেলা এবং ইউনিয়নের সকড়গুলোও জীবাণুমুক্ত করা হবে পর্যায়ক্রমে। তিনি বলেন, উদ্বোধনী দিনে শহরের বিভিন্ন সড়কে ৩০ হাজার লিটার পানি সড়কে দেওয়া হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে এটি করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন