মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে স্পেনকে ৫-৩ গোলে হারিয়ে উয়েফা নেশনস লিগের শিরোপা ঘরে তুলেছে পর্তুগাল। এই জয়ের মাধ্যমে প্রথম দল হিসেবে দ্বিতীয়বার নেশনস লিগ জয়ের অনন্য কীর্তি গড়ল ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।
২০১৯ সালে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথমবার এই শিরোপা জিতেছিল পর্তুগাল। এবারের ফাইনালেও তারা প্রমাণ করল কেন তারা ইউরোপের অন্যতম সেরা দল।
ম্যাচের ২১ মিনিটে মার্তিন জুবিমেন্দির গোলে এগিয়ে যায় স্পেন। তবে পাঁচ মিনিটের ব্যবধানে নুনো মেন্দেস গোল করে পর্তুগালকে সমতায় ফেরান। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে মিকেল ওইয়ারসাবালের গোলে আবারও এগিয়ে যায় স্পেন।
দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে হেড করে ম্যাচে সমতা ফেরান রোনালদো। এরপর দুই দল আর কোনো গোল না পাওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময় এবং সেখান থেকেও নিষ্পত্তি না হওয়ায় ম্যাচ চলে যায় টাইব্রেকারে। টাইব্রেকারে পর্তুগালের পক্ষে জালের দেখা পান গনসালো রামোস, ভিতিনিয়া, ব্রুনো ফের্নান্দেস, নুনো মেন্দেস ও রুবেন নেভেস। স্পেনের হয়ে সফল শট নেন মিকেল মেরিনো, আলেক্স বায়েনা ও ইসকো। তবে আলভারো মোরাতার শট ফিরিয়ে দেন পর্তুগিজ গোলরক্ষক দিয়েগো কস্তা, যা পর্তুগালের জয়ের পথ সুগম করে।
জয়ের পর আবেগ ধরে রাখতে পারেননি রোনালদো। ট্রফি হাতে নিয়ে দেখা যায় তাকে অশ্রুসজল। তবে এই কান্না ছিল নিঃসন্দেহে আনন্দের।
বিডি প্রতিদিন/নাজিম