করোনাভাইরাস প্রতিরোধে নিত্য-প্রয়োজনীয় পণ্য ছাড়া বগুড়ার নন্দীগ্রামে ব্যবসা-প্রতিষ্ঠান ও যানবাহন বন্ধ রয়েছে। এতে বন্ধ হয়ে গেছে দিনমজুর ও অসহায়দের উর্পাজন। ছেলে-মেয়েদের নিয়ে কষ্ট করা ছাড়া কোনো উপায় নেই তাদের।
এ অবস্থায় কর্মহীনদের বাড়ি বাড়ি ছুটে চলছেন, জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন রানা। সোমবার সারাদিন উপজেলার কুন্দারহাট, কাথমসহ বিভিন্ন গ্রামের কর্মহীনদের বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন তিনি।
৫ কেজি চাল, ৫ কেজি আলু, এক লিটার তেল, এক কেজি ডাল, লবণ, সাবানসহ একটি পরিবারের এক সপ্তাহের খাদ্যসামগ্রী রয়েছে। উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভায় এক হাজার ৫০০ পরিবারের মাঝে এসব খাবার বিতরণ করা হচ্ছে। করোনা ভাইরাসের সংকটময় মুহুর্তে চালসহ এসব খাদ্যসামগ্রী পেয়ে খুশি অসহায় মানুষেরা।
তিনি করোনাভাইরাস প্রতিরোধে শুরু থেকেই জনতার পাশে রয়েছেন। খাদ্যসামগ্রী দেয়ার পাশাপাশি উপজেলার বিভিন্ন স্থানে অসহায় ও দিনমজুর পরিবারকে আর্থিক সহায়তা দেয়াসহ করোনা থেকে সুরক্ষায় লিফলেট, সাবান, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করছেন।
বিডি প্রতিদিন/আরাফাত