করোনাভাইরাস প্রতিরোধে নানা কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা ও উপজেলা প্রশাসন। পৌরসভা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির জন্য মাইকিং ছাড়াও দরিদ্র্র অসহায় জনগোষ্ঠীর মাঝে সাবান, মাক্স বিতরণ করা হয়েছে।
করোনা প্রতিরোধে বোয়ালমারী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন অফিস, বাজার, বাস, ট্রাক, মাইক্রোবাস স্ট্যান্ডে ছিটানো হয় জীবানুনাশক ওষুধ। সোমবার বেলা ১২টার দিকে বোয়ালমারী রেলস্টেশন থেকে জীবাণুুনাশক ওষুধ ছিটানো কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ।
এ সময় উপস্থিত ছিলেন বোয়ালমারী পৌর মেয়র শেখ মোজাফফর হোসেন। পৌর মেয়র জানান, করোনাভাইরাস প্রতিরোধে পৌরসভার পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে ছিটানো হয় জীবাণুুনাশক ওষুধ। তাদের এ কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান। একই সাথে বিভিন্ন এলাকার মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে সাবান ও মাস্ক।
উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ জানান, জনগণকে করোনা সম্পর্কে সচেতন করতে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌর মেয়র, ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন স্তরের প্রতিনিধিরা কাজ করেন।
তিনি বলেন, বর্তমানে কয়েকটি দিন খুব গুরুত্বপূর্ণ। এ সময় জনগণকে ঘর থেকে বের না হওয়ার আহবান জানান তিনি। অসহায় দরিদ্র মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য তাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন