করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য জেলা পরিষদের উদ্যোগে তাড়াশ পৌর শহরে মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে। রবিবার সকালে সাবেক এমপি ম ম গাজী আমজাদ হোসেন মিলন ও জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য হোসনে আরা পারভীন লাভলী উপজেলা প্রেস ক্লাব চত্বরে মাস্ক ও সাবান বিতরণ করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি গোলাম রাব্বানী সূর্য, সহসভাপতি মহসীন আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, সদস্য আশরাফুল ইসলাম রনি ও হাদিউল হৃদয় প্রমুখ।
জেলা পরিষদের সদস্য হোসনে আরা পারভীন লাভলী বলেন, যতদিন করোনার প্রভাব থাকবে ততদিন জেলা পরিষদের পক্ষ থেকে জনগণকে সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/আল আমীন