শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

সংঘাত-সংঘর্ষে উত্তপ্ত রাজনীতি

হঠাৎ রাজনীতির মাঠে বেড়েছে সহিংসতা। উত্তপ্ত হচ্ছে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি। বিএনপি অভিযোগ করছে, তাদের সভা-সমাবেশে আওয়ামী লীগের অকারণ হামলা থেকে নেতারাও রেহাই পাচ্ছেন না। হামলার শিকার হওয়ার পর পুলিশ উল্টো তাদের বিরুদ্ধে মামলা করছে। এ ধরনের কর্মকাণ্ড ভোটের পরিবেশের জন্য অস্বস্তিকর। অন্যদিকে আওয়ামী লীগ বলছে, বিএনপি নিজেরাই জটিলতা বাড়িয়েছে। তারা রাজনীতির স্বাভাবিক মাঠ নিজেদের সহিংস আচরণের মধ্য দিয়ে জটিল করে তুলছে। রাজনীতির এ সংঘাত-সহিংসতার উত্তাপ নিয়ে বিশিষ্টজনদের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদকরা-

রাজনীতির নামে যা হচ্ছে এটা সঠিক পথ নয়

রাজনৈতিক দলগুলোকে সহিষ্ণুতা বাড়াতে হবে

নির্বাচন যত ঘনিয়ে আসবে পরিস্থিতি জটিল হবে

 

সর্বশেষ খবর