শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

রাজনীতির নামে যা হচ্ছে এটা সঠিক পথ নয়

ব্যারিস্টার শফিক আহমেদ

আরাফাত মুন্না

রাজনীতির নামে যা হচ্ছে এটা সঠিক পথ নয়

সাবেক আইনমন্ত্রী প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, বর্তমানে রাজনীতির নামে যেটা হচ্ছে, এটা সঠিক পথ নয়। চাচ্ছেন সবাই। এক্ষেত্রে সবাইকে শান্তিপূর্ণ ও সহিষ্ণু হতে হবে। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর একে অপরের প্রতি দোষারোপের রাজনীতি পরিহার করে সহিষ্ণুতা বাড়াতে হবে। তাদের সর্বোচ্চ পরিমাণে দায়িত্বশীল হতে হবে। অন্যথায় দেশের রাজনীতি স্থিতিশীল রাখাটা সম্ভব হবে না। সংঘাত-সংঘর্ষ বাড়তেই থাকবে। কিন্তু আমরা কেউই এটা চাই না। গতকাল রাতে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে বর্তমান রাজনীতিসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলাপকালে তিনি এসব কথা বলেন।  ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সাবেক উপাচার্য বলেন, আমরা চাই- আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটা শান্তিপূর্ণ ও স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ। দেশের সর্বস্তরের মানুষই এটা চাচ্ছেন। কারণ আমাদের দেশটা এখন চারদিকে অনেক সমস্যার মধ্যে রয়েছে। সেগুলো থেকে উত্তোরণ করতে হলে অবশ্যই একটা স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বিরোধী দলকে আমরা এখন পর্যন্ত দেখছি যে, তারা যথেষ্ট শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচিগুলো পালনের চেষ্টা করে যাচ্ছে। এক্ষেত্রে যারা হামলা করছে, তাদের লাগাম টেনে ধরতে হবে সরকারকেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও এ ব্যাপারে শক্ত অবস্থান নেওয়ার জন্য নির্দেশ দিতে হবে। বিরোধী দলের সভা-সমাবেশে হামলা চালানো, তাদের নেতা-কর্মীদের হতাহত করা, তাদের বাড়িঘরে গিয়ে হামলা করা, লুটপাট করা- এগুলো সরকারকেই শক্ত হাতে প্রতিরোধ করতে হবে। তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব সোমবার একটি কথা বলেছেন যে, ‘বিএনপির কর্মসূচিতে বাধা দেওয়া কিংবা তাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালানোর ব্যাপারে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বের কোনো নির্দেশনা নেই। এ ব্যাপারে কেউ অতি উৎসাহ দেখালে কিংবা জড়িত হলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’ কাদের সাহেবের এই বক্তব্যটা আমার খুব ভালো লেগেছে এবং আমি এতে বিশ্বাস রাখতে চাই। আমি খুবই আশাবাদী তার এ বক্তব্যে। এ বক্তব্যের বাস্তবায়ন হলে দেশের পরিবেশ-পরিস্থিতি স্থিতিশীল ও শান্তিপূর্ণ রাখতে আর কিছু করার দরকার হবে না। আমি আশা করব যে, তিনি তার কথামতোই ব্যবস্থা গ্রহণ করবেন। ‘বিএনপি তাদের কর্মসূচিতে হামলা এবং পরবর্তীতে তাদের নেতা-কর্মীদের বিরুদ্ধেই মামলা করা হচ্ছে বলে ক্ষমতাসীনদের বিরুদ্ধে অভিযোগ করছে। তেমনি আবার আওয়ামী লীগের পক্ষ থেকেও উল্টোভাবে বিএনপিকে দোষারোপ করে বলা হচ্ছে যে, তারা নিজেরাই নিজেদের কর্মসূচিতে হামলা করে দেশের ভিতরে একটা সহিংস ও অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। আর এ জন্য তারা (বিএনপি) আওয়ামী লীগের ওপর দোষ চাপাচ্ছে’- এ বিষয়ে আপনার অভিমত কী? জবাবে অধ্যাপক ফায়েজ বলেন, বাংলাদেশের জনগণই ভালো করে দেখছে যে, এসব ক্ষেত্রে কাদের ভূমিকা কী! তবে আমার মতে, বিরোধী দলের (বিএনপি) সাম্প্রতিক কোনো কর্মসূচিতে তাদের অশান্তিপূর্ণ কোনো ভূমিকা এখনো পর্যন্ত চোখে পড়েনি। আমরা আশা করি এ বিষয়ে তারাও সর্বোচ্চ সচেতনমূলক ভূমিকা পালন করবে। আর সরকারকেও বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর হামলা, লুটপাটের ঘটনাগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে হবে। অনুৎসাহিত করতে হবে। রাজনৈতিক দল, সুশীল সমাজ, বুদ্ধিজীবীসহ সব মহলকেই এগিয়ে আসতে হবে। একটা শান্তিপূর্ণ বাংলাদেশ আমরা চাই। যেখানে কোনোরকমের সংঘাত-সংঘর্ষ থাকবে না। পরবর্তী প্রজন্মের জন্য আমরা এমনই একটি বাংলাদেশ রেখে যেতে চাই।

সর্বশেষ খবর